​​​blog.imamulhosen.com

To travel

My Root

শানিশা
আমার গ্রাম আমার শিকর

TRENDING

শালকি নিশ্চিন্তপুর জামে মসজিদ: আমার শৈশবের স্মৃতিবাহী মসজিদ

আমার শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ হলো শালকি নিশ্চিন্তপুর জামে মসজিদ।

এই মসজিদেই আমি ছোটবেলায় কুরআন শেখার সুযোগ পেয়েছি

এবং অষ্টম শ্রেণি পর্যন্ত সেখানে শিক্ষা গ্রহণ করেছি। মসজিদটি

আমার বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত এবং আশেপাশের

অন্যান্য মসজিদের তুলনায় আকারে একটু বড়। বিশেষ করে, এর সাউন্ড

সিস্টেম এতটাই শক্তিশালী যে, আশেপাশের কয়েকটি অঞ্চল থেকেও

আমাদের মসজিদের আজানের ধ্বনি স্পষ্টভাবে শোনা যায়।

যখন আশেপাশের কোনো জায়গায় যাই, তখনও আমাদের মসজিদের

আজান শুনতে পাই, যা আমার কাছে এক অনন্য অনুভূতি।

বর্তমানে আমাদের মসজিদের ইমাম ও খতিব হলেন মাওলানা

হারুন অর রশিদ, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি।

তিনি আমাকে কুরআন শিক্ষা দিয়েছেন এবং তার প্রতি আমার

অগাধ ভালোবাসা ও সম্মান রয়েছে। এর আগে, আমাদের মসজিদের

ইমাম ছিলেন হাফেজ আব্দুল্লাহ, যার মাধ্যমে আমি প্রথমবারের মতো

পবিত্র কুরআন হাতে নেওয়ার সৌভাগ্য লাভ করি।

মসজিদ পরিচালনার দায়িত্বে রয়েছেন কমিটির বর্তমান সভাপতি আক্তার মীর,

যিনি আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি।

তার নেতৃত্বে মসজিদটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।

এই মসজিদ শুধু নামাজ পড়ার স্থান নয়, বরং এটি

আমাদের ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ।

আমার জীবনের অনেক সুন্দর স্মৃতি এই মসজিদের সাথে জড়িয়ে আছে, যা কখনোই ভুলবো না।